• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

প্রকাশ:  ০৭ মে ২০২২, ১৪:৩৬
আন্তর্জাতিক ডেস্ক

কোরিয়া উপদ্বীপের পূর্ব উপকূলে ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। শনিবার (৭ মে) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। তাছাড়া ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়া থেকে নিক্ষেপ করা হয়েছে বলেও নিশ্চিত করে।

জাপানের কোস্ট গার্ড জানায়, ক্ষেপণাস্ত্রটি জাপান সাগরে নিক্ষেপ করা হয়েছে, এটি পূর্ব সাগর নামেও পরিচিত। এ নিয়ে চলতি বছরের পাঁচ মাসে ১৫ বারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি।

গত সপ্তাহেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পারমাণবিক শক্তিকে ‘যতোটা সম্ভব দ্রুততম গতিতে’ আরো উন্নয়নের প্রতিশ্রুতি দেন। এর মধ্যেই আবারো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের এই ঘটনা ঘটলো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উত্তর কোরিয়া,ক্ষেপণাস্ত্র,নিক্ষেপ,জাপান,প্রতিরক্ষা মন্ত্রণালয়
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close