• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার নির্দেশ লন্ডন আদালতের

প্রকাশ:  ২০ এপ্রিল ২০২২, ১৮:১০
নিজস্ব প্রতিবেদক

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে লন্ডনের ম্যাজিস্ট্রেট আদালত। ব্রিটিশ সরকারের অনুমোদন পেলে এ নির্দেশ বাস্তবায়ন করা হবে, যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হবে অ্যাসাঞ্জকে।

বুধবার (২০ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত এক শুনানির পর অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যর্পণের নির্দেশ দেন ওই আদালত।

আদালতের এই আদেশের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন অ্যাসাঞ্জ।

উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের বিরুদ্ধে ১৮টি অপরাধের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এই অভিযোগগুলোর ওপর তার বিচার করা হবে।

২০১০ সালে উইলিকিস কয়েক হাজার গোপন নথি ফাঁস করে দেয়।এরপরই তার বিরুদ্ধে অভিযোগ আনে মার্কিন প্রশাসন। যদি অ্যাসাঞ্জের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাকে ১৭৫ বছর জেলে থাকতে হবে।

পূর্বপশ্চিম- এনই

উইকিলিকসের প্রতিষ্ঠাতা,জুলিয়ান অ্যাসাঞ্জ,অ্যাসাঞ্জ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close