• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

ইউক্রেনের জন্য তহবিল সংগ্রহে পিংক ফ্লয়েডের গান

প্রকাশ:  ০৮ এপ্রিল ২০২২, ১৪:৪৩ | আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৪:৫৩
বিনোদন ডেস্ক

রুশ আগ্রাসনে বিধ্বস্ত ইউক্রেনের জন্য তহবিল সংগ্রহ করতে ৩০ বছর পর গান গাইল জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড পিংক ফ্লয়েড।

‘হেই, হেই, রাইজ আপ’ শিরোনামে গানটি তারা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপ করেছে। খবর আনাদোলু ও দ্যা গার্ডিয়ানের।

তিন দশক পর শুক্রবারই প্রথম তাদের কোনো গান মুক্তি পেল। ইউক্রেনের স্বাধীনতাকামী মনুষদের উৎসর্গ করা হয়েছে গানটি। রজার ওয়াটার ছাড়া বাকি সবাই আছেন ব্যান্ডের সঙ্গে। ১৯৮৫ সালে পিংক ফ্লয়েড ছাড়েন রজার, এর পর আর এ ব্যান্ডের সঙ্গে যুক্ত হননি।

গানটি এখন ইউটিউবে শুনা যাচ্ছে। এ গান থেকে আয় করা সমস্ত আয় ইউক্রেনে মানবিক সহায়তার জন্য দান করা হবে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

পিংক ফ্লয়েড,রুশ আগ্রাসন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close