• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আফগানিস্তানে সব ধরনের মাদকের চাষ বন্ধ করলো তালেবান

প্রকাশ:  ০৩ এপ্রিল ২০২২, ২৩:০৫
আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে ক্ষমতা দখলের পর এরকম একটা জল্পনা ছিলোই। এবার সেই জল্পনাকে সত্যি করে দেশে আফিম চাষ বন্ধ করে দিলো তালেবান। দুনিয়ার সবচেয়ে বড় আফিম উৎপাদক দেশ আফগানিস্তান। রোববার (৩ এপ্রিল) সেখানেই আফিমসহ সব ধরনের মাদকের চাষ বন্ধ করে দিলো তালেবান।

তালেবান সুপ্রিম লিডার হাইবাতুল্লাহ আখুন্দজাদার এক নির্দেশিকা অনুযায়ী, ইসলামিক এমিরেট অব আফগানিস্তানে দেশের জনসাধারণকে জানানো হচ্ছে, দেশজুড়ে পোস্ত চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হলো।

আখুন্দজাদার ওই বিবৃতি প্রকাশ করে আফগানিস্থানের অভ্যন্তরীণ মন্ত্রী বলেন, কেউ যদি ওই নির্দেশিকা অমান্য করে তাহলে তার ফসল নষ্ট করে দেওয়া হবে। পাশাপাশি তার বিরুদ্ধে শরিয়তি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, এখন থেকে যে কোনো ধরনের মাদক চাষ, পরিবহন, ব্যবসা বন্ধ করে দেওয়া হলো।

উল্লেখ্য, আন্তর্জাতিক মহলকে তুষ্ট করতে ২০০০ সালেই মাদক চাষ বন্ধ করে দেয় তালেবান। কিন্তু এর ফলে দেশে প্রবল বিক্ষোভের সৃষ্টি হয়। বাধ্য হয়েই রাশ হালকা করতে হয় তাদের।

রাষ্ট্রসংঘের একটি হিসেব অনুয়ায়ী ২০১৭ সালে আফগানিস্তানে আফিমের ব্যবসা হয়েছিলো ১.৪ বিলিয়ন ডলার। তারপর থেকে মাদকের উৎপাদন বেড়েছে। এবার তালেবানের শক্তি অনেকটাই বেড়েছে। তারপরেই আফিম চাষের উপরে আঘাত হানলো তালেবান।

পূর্বপশ্চিমবিডি/এসএম

তালেবান,বন্ধ,চাষ,আফগানিস্তান,মাদক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close