• সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রুশ অভিযানের পূর্বাভাস ব্যর্থতায় পদ হারালেন ফ্রান্স গোয়েন্দা প্রধান

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১২:২৩
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে পূর্বাভাস না দেওয়ার অভিযোগে পদ হারিয়েছেন ফ্রান্সের গোয়েন্দা প্রধান জেনারেল এরিক ভিদাউদ।

ফ্রান্সের চিফ অব ডিফেন্স স্টাফ থিয়েরি বুরখার্ড স্থানীয় ‘লে মন্ডে’ পত্রিকার সঙ্গে একটি সাক্ষাৎকারে এ বিষয়টি স্বীকার করেছেন। খবর বিবিসি।

ফ্রান্সের সামরিক গোয়েন্দা সংস্থার পরিচালক জেনারেল ভিদাউদকে ‘অপ্রতুল ব্রিফিং’ এবং ‘দক্ষতার অভাব’ এর কারণে বরখাস্ত করা হয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযান নিয়ে ভুল বিশ্লেষণের বিষয়টি বুঝার পরেই ভিদাউদকে বরখাস্ত করা হয়।

উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্র ইউক্রেনের লুহানস্ক ও ডোনেটস্ক অঞ্চলকে গত ২১ ফেব্রুয়ারি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। এরপর ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করে আসছে রুশ বাহিনী। এরই মধ্যে বৃহস্পতিবার ৩৬তম দিনে গড়িয়েছে রাশিয়ার অভিযান। এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। তবে নিজেদের সক্ষমতা অনুযায়ী প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে ইউক্রেন।

পূর্বপশ্চিমবিডি/জেএস

ফ্রান্স,ইউক্রেন-রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close