• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অস্বাভাবিক দ্রুত গতিতে নিচে নামছিলো বিধ্বস্ত বিমানটি

প্রকাশ:  ২১ মার্চ ২০২২, ২৩:০৩ | আপডেট : ২১ মার্চ ২০২২, ২৩:১২
আন্তর্জাতিক ডেস্ক

চীনের দক্ষিণ-পূর্ব অঞ্চলের গুয়াংশি প্রদেশে ১৩২ জন আরোহী নিয়ে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি যাত্রবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটি মাত্র সোয়া দুই মিনিটে প্রায় ২৬ হাজার ফুট নিচে নেমে গিয়েছিল।

অনলাইন ফ্লাইট ট্রাকার ফ্লাইটরাডার-২৪ এর তথ্য অনুযায়ী, ছয় বছরের পুরোনো বিমানটি বিমানটি মাত্র সোয়া দুই মিনিটে ২৯ হাজার একশ ফুট থেকে ৯ হাজার ৭৫ ফুট নিচে নেমে আসে। এর পরের ২০ সেকেন্ডে আরও নিচে নামে বিমানটি। তিন হাজার ২২৫ ফুটের পর বিমানটি থেকে তথ্য আসা বন্ধ হয়ে যায়।

সাধারণত এতো উচ্চতা থেকে নামতে একটি বিমানের ৩০ মিনিটের মতো সময় লাগে।

চীনের বেসরকারি বিমান চলাচল সংস্থা জানায়, এমইউ-৫৭৩৫ ফ্লাইটটি স্থানীয় সময় দুপুর ১টায় কুনমিং থেকে গুয়ানঝোউর উদ্দেশে ছেড়ে যায়। এরপর ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার-২৪ বিমানটির অবস্থান ‘অজ্ঞাত’দেখায়। পরে গুয়ানসি অঞ্চলের উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বোয়িং-৭৩৭ বিমানটি বিধ্বস্ত হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পর জঙ্গলে আগুন ধরে যায়। তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। এছাড়া উড়োজাহাজটি বিধ্বস্তের কারণ সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে একটি ভিডিওতে দেখা যায়, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর পরই সেটিতে আগুন ধরে যায়।

বিমানটি ‘সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে’ বলে স্থানীয় এক গ্রামবাসীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। বিমান বিধ্বস্ত হওয়ার পর আশেপাশের বনে আগুন ধরে যায় বলে জানান ওই গ্রামবাসী।

ঘটনাস্থলে যাওয়া উদ্ধারকর্মীরা জানান, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর জঙ্গলে ধরে যাওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।


পূর্বপশ্চিম/এসকে

বিমান বিধ্বস্ত,চীনা বিমান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close