• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

রুশ হামলায় চূর্ণবিচূর্ণ ইউক্রেনের বিমানবন্দর

প্রকাশ:  ০৬ মার্চ ২০২২, ২২:৪৮
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের একটি বেসামরিক বিমানবন্দর গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মধ্য ইউক্রেনের ভিন্নিতসিয়ার ওই বিমানবন্দরটিতে রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানান তিনি।

রোববার (৬ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘এইমাত্র ভিন্নিতসিয়াতে ক্ষেপণাস্ত্র হামলার খবর পেয়েছি। আটটি রকেট... বিমানবন্দর সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।’

রুশ হামলা মোকাবিলায় এদিন ফের পশ্চিমাদের প্রতি ইউক্রেনে নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানান জেলেনস্কি।

তিনি বলেন, ‘আমরা প্রতিদিন পুনরাবৃত্তি করি, সমস্ত রাশিয়ান ক্ষেপণাস্ত্রের জন্য, রাশিয়ান যুদ্ধবিমানের জন্য, তাদের সন্ত্রাসীদের জন্য বন্ধ ইউক্রেনের আকাশসীমা বন্ধ করুন।’

পূর্ব পশ্চিম/জেআর

রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close