• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পুতিনকে হত্যার আহ্বান জানালেন মার্কিন সিনেটর

প্রকাশ:  ০৪ মার্চ ২০২২, ২১:১৫
পূর্বপশ্চিম ডেস্ক

রাশিয়ার জনগণের প্রতি দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। ইউক্রেনে রাশিয়ার হামলার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের একটি টেলিভিশনে প্রচারিত সাক্ষাৎকারে স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান।

ফক্স নিউজ টিভির উপস্থাপক শন হ্যানিটিকে লিন্ডসে গ্রাহাম বলেন, রাশিয়ার কাউকেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যা করতে হবে। আর এভাবেই এই লোকটিকে সরিয়ে দিতে হবে। খবর এএফপির।

পরে একাধিক টুইট বার্তায় একই ধরনের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন লিন্ডসে গ্রাহাম। টুইট বার্তায় তিনি লিখেন, টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, রাশিয়ায় কি কোনো ব্রুটাস (রোমান সম্রাজ্যের সম্রাট জুলিয়াস সিজারকে হত্যাকারী) আছে? রাশিয়ার সেনাবাহিনীতে কি কোনো কর্নেল স্টাফেনবার্গ (জার্মানির এক নায়ক হিটলারকে হত্যার চেষ্টা করেছিলেন) নেই? এ (ইউক্রেন) সঙ্কটের একমাত্র সমাধান হলো রাশিয়ার কেউ এ ব্যক্তিকে (পুতিন) হত্যা করুক। রাশিয়ার জন্য ও বিশ্বের জন্য এটা গুরুত্বপূর্ণ।

রিপাবলিকান পার্টির অতি রক্ষণশীল ঘরানার নেতা হিসেবে সিনেটর লিন্ডসে গ্রাহাম পরিচিত। তিনি ২০০২ সালে প্রথম সিনেটর নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪ ও ২০২০ সালে তিনি সিনেটর পুনর্নির্বাচিত হন।

পূর্বপশ্চিম- এনই

পুতিনকে হত্যার আহ্বান,পুতিন,মার্কিন সিনেটর
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close