• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

দ্বিতীয় দফা বৈঠকে রাশিয়া-ইউক্রেন

প্রকাশ:  ০৩ মার্চ ২০২২, ২২:৩৮
আন্তর্জাতিক ডেস্ক

বেলারুশে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে দ্বিতীয় দফায় আলোচনা চলছে।

বৃহস্পতিবার (৩ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক টুইট বার্তায় জানিয়েছেন, তিনি ও অন্যান্য কর্মকর্তারা রাশিয়ান প্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করেছেন।

তিনটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেগুলো হলো-১. শিগগির যুদ্ধবিরতি, ২. যুদ্ধবিরতির চুক্তি, ৩. ধ্বংসপ্রাপ্ত বা চলমান গোলাগুলি গ্রাম ও শহর থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার মানবিক করিডোর।

এর আগে গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরের দিকে প্রিপিয়াত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে দুই দেশের মধ্যে প্রথম বৈঠক শুরু হয়।

পূর্ব পশ্চিম/জেআর

রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close