• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন

প্রকাশ:  ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩০ | আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৩০
পূর্বপশ্চিম ডেস্ক

রাশিয়ার সামরিক আগ্রাসন প্রতিরোধে ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহায়তা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো। তাদের পাশাপাশি এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইউক্রেনে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

রোববার (২৭ ফেব্রুয়ারি) ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন এক সংবাদ সম্মেলেন ইউক্রেনে অস্ত্র পরিবহনের কাজ শুরু করার ঘোষণা দিয়েছেন। খবর বিবিসির।

এর মধ্য দিয়ে ইউরোপের ২৭ দেশের এই জোট প্রথমবারের মতো কোনো দেশে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিলো।

ইউক্রেনে অস্ত্র পাঠানোর পাশাপাশি রাশিয়া ও বেলারুশের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপেরও ঘোষণা দিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। এছাড়া রাশিয়ার জন্য ইউরোপের আকাশসীমা বন্ধেরও ঘোষণা দিয়েছেন তিনি।

পূর্বপশ্চিম- এনই

ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close