• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অর্থসংকট আশঙ্কায় রাশিয়ায় ব্যাংক-এটিএম থেকে অর্থ তোলার হিড়িক

প্রকাশ:  ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:৩২
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে আক্রমণের ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক। এতে অর্থসংকট সৃষ্টির আশঙ্কায় দেশটির ব্যাংক এবং এটিএম বুথগুলোতে অর্থ তোলার চেষ্টা করছে জনগণ।

মস্কোসহ রাশিয়ার প্রধান প্রধান শহরের ব্যাংক এবং এটিএম বুথগুলোতে রয়েছে মানুষের উপচে পরা ভিড়। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানের আন্তর্জাতিক ব্যবস্থা ‘সুইফট’ থেকেও রাশিয়ার ব্যাংকগুলোকে সরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে । তবে এমন পরিস্থিতিতে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক গ্রাহকদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

ব্যাংকের এক বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার অর্থনৈতিক স্থিতিশীলতা ও আর্থিক খাত সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে ব্যাংক অব রাশিয়ার হাতে যথেষ্ট সম্পদ রয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। শনিবার ইউরোপের বিভিন্ন দেশে থাকা রুশ কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দের ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে ব্যাংক অব রাশিয়া নিজ দেশের ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করতে বিদেশে সম্পদ বিক্রয় করতে পারবে না।

পূর্বপশ্চিমবিডি/জেএস

ইউক্রেন-রাশিয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close