• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ইউক্রেন যুদ্ধের খবরে বেড়েছে জ্বালানি তেলের দাম

প্রকাশ:  ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪
আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক বাজারে বেড়েছে তেলের দাম।

সাত বছরের বেশি সময় পর আবারও প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ান স্টক মার্কেটে এরই মধ্যে ২-৩ শতাংশ লেনদেন কমেছে। এর আগে পুতিন শান্তি চুক্তি ভেঙে ইউক্রেনের পূর্বাঞ্চলে সেনা পাঠানোর ঘোষণা দিলে তেলের দাম ৯৮ ডলারে দাঁড়ায়।

বিবিসির এশিয়া বিজনেস করেসপনডেন্ট ম্যারিকো ওই বলেছেন, বিনিয়োগকারীরা নিরাপত্তা ঝুঁকিতে সম্পদ লগ্নি না করে পালিয়ে যাচ্ছে।

বিবিসির এই প্রতিবেদক আরও বলেছেন, সোনার দাম এক বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, যখন মার্কিন ডলার এবং জাপানি ইয়েনও শক্তিশালী হচ্ছে।

পূর্ব পশ্চিম/জেআর

ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close