• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সোভিয়েত ইউনিয়নকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে রাশিয়া: ইউক্রেন

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৫
আন্তর্জাতিক ডেস্ক

সাবেক সোভিয়েত ইউনিয়নকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ।

কিয়েভে সশস্ত্র বাহিনীগুলোর কাছে পাঠানো এক চিঠিতে তিনি লিখেছেন, ‘বিছিন্নতাবাদী দুইটি অঞ্চলকে স্বীকৃতি দেয়ার মস্কোর সিদ্ধান্ত প্রমাণ করে যে, তারা সোভিয়েত ইউনিয়ন পুনরুজ্জীবিত করার দিকে আরেক ধাপ এগোলো।’

তিনি আরো লিখেছেন, ‘সোভিয়েত ইউনিয়ন পুনরুজ্জীবিত করার জন্য আরেকটি পদক্ষেপ নিলো ক্রেমলিন। এবার নতুন ওয়ারশ প্যাক্ট, নতুন বার্লিন ওয়াল। একমাত্র পার্থক্য হলো, ইউক্রেন আর ইউক্রেনের সেনাবাহিনী। আমাদের সামনে একটাই পথ, নিজের দেশকে রক্ষা করা, নিজেদের বাড়ি, স্বজনদের রক্ষা করা। আমাদের জন্য কিছুই বদলাবে না।’

চিঠিতে লেখা হয়, ‘সামনে কঠিন চ্যালেঞ্জ আছে। হয়তো অনেক ক্ষয়ক্ষতি হবে। আপনাদের হয়তো কষ্টের মধ্য দিয়ে যেতে হবে, ভয় আর প্রতারণাকে জয় করতে হবে। কিন্তু বিজয় আমাদের জন্য অপেক্ষা করছে। কারণ আমরা আমাদের ভূমিতে রয়েছি আর সত্য আমাদের পক্ষে রয়েছে।’

মস্কোর বিরুদ্ধে ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ আর ‘মুক্ত বিশ্বকে জিম্মি’ করে রাখার অভিযোগ তুলেছেন রেজনিকভ।

পূর্বপশ্চিমবিডি/জেএস

রাশিয়া,ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close