• মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সবাই শান্ত হোন: চীন

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩২ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ১১:৩৫
আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন ইস্যুতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, সকল পক্ষকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং উত্তেজনা বাড়াতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। সবাই শান্ত হোন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে চীনা রাষ্ট্রদূত ঝাং জুন আরও বলেন, আমরা কূটনৈতিক সমাধানের জন্য প্রতিটি প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং উৎসাহিত করি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই একই বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, কূটনৈতিক সমাধানের জন্য আমরা উন্মুক্ত আছি। রক্তগঙ্গা বইয়ে দেওয়ার ইচ্ছা নেই রাশিয়ার।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো এবং এ ঘোষণার পরই বিদ্রোহী অঞ্চল দুটিতে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এরপরই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জরুরি অধিবেশনটি ডাকা হয়।

পূর্ব পশ্চিম/জেআর

চীন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close