• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রুশপন্থী বিদ্রোহীদের গোলায় দুই ইউক্রেন সেনা নিহত

প্রকাশ:  ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৬ | আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০২
আন্তর্জাতিক ডেস্ক

পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের গোলার আঘাতে দুই সেনা সদস্য নিহতের ঘটনা ঘটেছে। এতে আরো চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

শনিবার (২০ ফেব্রুয়ারি) এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্স।

ফেসবুকে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, শনিবার বিচ্ছিন্নতাবাদীরা ৭০ বার অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে। আগের দিন এ সংখ্যা ছিল ৬৬ বার। বিচ্ছিন্নতাবাদীরা ভারী কামান ব্যবহার করে সীমানা বিভাজনকারী রেখার সম্মুখ বরাবর থাকা ৩০টির বেশি বসতিতে গোলা বর্ষণ করেছে।

সামরিক বাহিনী আরো জানায়, দীর্ঘস্থায়ী সংঘাত প্রশমনের লক্ষ্যে সব পক্ষকে নিয়ে যে চুক্তি হয়েছিল, তাতে অস্ত্রবিরতি লঙ্ঘন নিষিদ্ধ করা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বিচ্ছিন্নতাবাদীরা ইউক্রেনের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত এলাকায় গোলাবর্ষণের অভিযোগ তুলেছে। তারা আরো বলেছে, ইউক্রেনের সেনাবাহিনী গোলা ছুড়লে তারা পাল্টা প্রতিক্রিয়া জানায়।

পর্বপশ্চিমবিডি/জেএস

ইউক্রেন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close