• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আহমেদাবাদ বিস্ফোরণ মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৭:১৩
পূর্বপশ্চিম ডেস্ক

ভারতের আহমেদাবাদ সিরিজ বোমা বিস্ফোরণের মামলায় অভিযুক্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এ ঘটনায় অভিযুক্ত আরও ১১ জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) আহমেদাবাদের বিশেষ আদালত এই নির্দেশ দিয়েছেন। খবর এনডিটিভির।

সম্পর্কিত খবর

    ২০০৮ সালে ওই সিরিজ বিস্ফোরণের ঘটনায় মোট ৫৬ জন নিহত হয়েছিলেন। পাশাপাশি ২০০ জনেরও বেশি মানুষ আহত হন। ১৩ বছরের বেশি সময় পর গত বছরের সেপ্টেম্বরে এই মামলার বিচারকাজ শেষ হয়। গত ৮ ফেব্রুয়ারি গুজরাটের বিশেষ আদালত ৪৯ আসামিকে দোষী সাব্যস্ত করেন। আর ২৮ জনকে খালাস দেন শুক্রবার তাদের সাজা ঘোষণা করা হলো।

    ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম) এ বিস্ফোরণের দায় স্বীকার করে। ২০০২ সালের গুজরাত দাঙ্গার প্রতিশোধ নিতেই এ বিস্ফোরণ ঘটানো হয় বলে সংগঠনটি দাবি করে।

    পূর্বপশ্চিম- এনই

    আহমেদাবাদ বিস্ফোরণ
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close