• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

আমিরাতের পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে: যুক্তরাষ্ট্র

প্রকাশ:  ১৮ জানুয়ারি ২০২২, ১৫:৪২ | আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৬:১০
আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বিমানবন্দরের কাছে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার নিন্দা জানিয়ে এর পাল্টা জবাব দেওয়ার অধিকার আমিরাতের রয়েছে বলে জানিয়েছে তারা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবারের (১৭ জানুয়ারি) ওই হামলায় তেলের ট্রাক বিস্ফোরিত হয়ে ৩ জন নিহত হন। পরে আমিরাতের অভ্যন্তরে হামলা চালানোর দাবি করে হুথি। এ ঘটনায় প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে আমিরাতি কর্তৃপক্ষ।

এই ঘটনার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আমিরাতের মাটিতে এবং বেসামরিক স্থাপনায় হুথি মিলিশিয়াদের এই সন্ত্রাসী হামলার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। এ ধরনের ঘটনা কোনো শাস্তি ব্যতিরেকে ছেড়ে দেওয়া যেতে পারে না। এই সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়া জানানোর অধিকার আমিরাতের রয়েছে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেছেন, হুথি বিদ্রোহীদের জবাবদিহির আওতায় আনতে ওয়াশিংটন কাজ করবে। দেশটি।

পূর্বপশ্চিমবিডি/এএন

যুক্তরাষ্ট্র,অধিকার,জবাব,আরব আমিরাত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close