• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বিমানবন্দরে পোশাক নিয়ে বিপাকে সাবেক বিশ্বসুন্দরী

প্রকাশ:  ১৬ জানুয়ারি ২০২২, ১৬:৩৫ | আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ২১:১০
পূর্বপশ্চিম ডেস্ক

মেক্সিকো ভ্রমণের জন্য উড়োজাহাজে উঠতে যাচ্ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ও মডেল অলিভিয়া কালপো। কিন্তু উড়োজাহাজে ওঠার পূর্বপ্রস্তুতির সময় তিনি এয়ারলাইনস কর্তৃপক্ষের বাঁধার মুখে পড়েন। তাকে যাত্রার জন্য অতিরিক্ত পোশাক পরতে বলা হয়। খবর সিএনএনের।

অলিভিয়া কালপোর বোন অরোরা কালপো সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এ-সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করেছেন। পোস্টে তিনি কিছুটা বিদ্রূপাত্মকভাবে বলেন, ‘আমি হতবাক! এটা কি ভুল বা অপরাধ?’

সম্পর্কিত খবর

    অরোরা ওই পোস্টে লেখেন, তার পোশাকও ঠিকঠাক আছে। তাকে (অলিভিয়া কালপো) সুন্দর দেখাচ্ছে। কিন্তু এয়ারলাইনস কর্তৃপক্ষ তা মনে করে না। তারা তাকে টপস পরতে বলেছে। আরও বলেছে, টপস না পরলে অলিভিয়া কালপোকে উড়োজাহাজে উঠতে দেওয়া হবে না।

    ইনস্টাগ্রাম পোস্টে অরোরা আরো লেখেন, ‘আপনারাই বলুন, এটা কি একেবারে অযৌক্তিক নয়? আমেরিকান এয়ারলাইনসকে আমি অনেক পছন্দ করি। আমাকে কাবোতে যেতে দিন।’

    তবে শেষ পর্যন্ত অলিভিয়া কালপোকে এয়ারলাইনসের নির্দেশ মানতেই হয়েছে। শরীরচর্চা বা খেলাধুলার সময় ব্যবহৃত ধূসর রঙের একটি গেঞ্জি তিনি টপস হিসেবে পরেন সাবেক এই বিশ্বসুন্দরী।

    আমেরিকান এয়ারলাইনস বলছে, যাত্রার নিয়ম অনুসারে যাত্রীদের অবশ্যই সঠিক পোশাক পরিধান করতে হবে। আপত্তিকর পোশাক বা খালি পায়ে এই এয়ারলাইনসে যাত্রার অনুমতি নেই।


    পূর্বপশ্চিম/এএন

    অলিভিয়া কালপো,পোশাক নিয়ে বিপাকে
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close