• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

এবার ভারতে মিললো করোনার নতুন আরেক ভ্যারিয়েন্ট

প্রকাশ:  ১০ জানুয়ারি ২০২২, ২৩:৫০ | আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ২৩:৫১
আন্তর্জাতিক ডেস্ক

ভারতের বিহার রাজ্যে করোনাভাইরাসের নতুন একটি ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

বিহারের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সাইন্সে জিনোম সিকোয়েন্সিং এ নতুন এই ‘অজ্ঞাতনামা’ ভ্যারিয়েন্টটি শনাক্ত হয়।

ইনস্টিটিউটটির পরিচালক জানান, তারা ৩২টি নমুনার জিনোম সিকোয়েন্স করেন। এতে ২৭টি নমুনায় মারাত্মক পরিবর্তিত ওমিক্রন ভ্যারিয়েন্ট পাওয়া যায়।

চারটি নমুনায় মেলে ডেল্টা ভ্যারিয়েন্ট। আর একটি নমুনায় নতুন একটি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এই ভ্যারিয়েন্ট আগে কখনও দেখা যায়নি।

ভারতের বিহারে রবিবার একদিনে নতুন করে পাঁচ হাজার ২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রাজ্যটিতে সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৮ জনে।

রাজ্যটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের পরিমাণ দাঁড়িয়েছে ১২ হাজার ১০১ জনে।

পিপি/জেআর

করোনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close