• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

প্রতিবন্ধী মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

প্রকাশ:  ২২ অক্টোবর ২০১৮, ১৭:০০
সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী মেয়েকে বিষ খাইয়ে মৃত্যুর পর একই বিষ খেয়ে আত্মহত্যা করেছেন মা।

সোমবার (২২ অক্টোবর) সকালে উপজেলার গোয়ালডাঙ্গা গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

আত্মহননকারী মায়ের নাম শান্তি রানি মন্ডল (৩৬) ও প্রতিবন্ধি মেয়ে তমালিকা মন্ডল (৮)। নিহত শান্তি রানি ওই গ্রামের দিনমুজুর উত্তম মন্ডলের স্ত্রী। তবে উত্তম মন্ডলের বড় মেয়ে সপ্তম শ্রেণীর ছাত্রী তন্দ্রা মন্ডল জানান, তার বোন তমালিকা মন্ডল জন্মগত শারিরীক প্রতিবন্ধী। বিভিন্ন সময়ে সে বাড়ির জিনিসপত্র ভাংচুর করতো। এ নিয়ে তাদের মধ্যে অশান্তি চরমে উঠে। তার মা প্রতিবন্ধী মেয়ের আচারণ সহ্য করতে না পেরে সোমবার সকালে খাবারের সাথে তমালিকাকে বিষ খাওয়ান। তমালিকা যখন বিষক্রিয়ায় ছটফট করছিল তখন তার মা একই বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নেন। অল্প সময় পরে মা মেয়ের দেহ নিথর হয়ে পড়ে।

বড়দল ইউপি চেয়ারম্যন আব্দুল আলিম জানান, আমিও ঘটনা শুনেছি। তবে কি কারণে এ ঘটনাটি ঘটেছে সেটা এখনো জানা যাইনি। স্থানীয় ডাক্তারকে ডেকে আনার পর মা মেয়ে মারা গেছে বলে জানান তিনি।

এ ব্যাপারে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ জানান মা মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সার্বিক বিষয়টি আসলে আত্মহত্যা নাকি অন্য কিছু সেটা ক্ষতিয়ে দেখা হবে।

/পি.এস

সাতক্ষীরা,আত্মহত্যা,মা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close