• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিপ্লবী ইলা মিত্রের মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশ:  ১৪ অক্টোবর ২০১৮, ১৪:৪৪
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী, নাচোলের রাণীমা খ্যাত ইলা মিত্রের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নে আলোচনা সভা হয়েছে।

কেন্দুয়া পঞ্চানন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত ইলা মিত্র স্মৃতি সৌধ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ অক্টোবর) বিকেলে রাণী ইলা মিত্র সংসদের আয়োজনে সংসদ সভাপতি বিধান চন্দ্র সিং এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস।

এছাড়াও বক্তব্য দেন সাবেক সাংসদ জিয়াউর রহমান, নাচোল উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, জাতীয় আদিবাসী পরিষদ সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ। বক্তরা ইলা মিত্রের সংগ্রামী জীবন ও কর্ম তুলে ধরে বলেন, ব্রিটিশ আমলে একজন উচ্চ শিক্ষিত নারী, ধর্নাঢ্য পরিবারের সন্তান ও বৌ হবার পরও তিনি বঞ্চিত মানুষের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেন। অমানুষিক নির্যাতনের শিকার হয়েও তিনি আদর্শচ্যুত হননি। তাঁর জীবন থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানান বক্তরা।

এদিকে আগামী ১৮ অক্টোবর জেলা সদরে ইলা মিত্রের জন্মবার্ষিকী পালনেরর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। রোববার (১৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। র‌্যালী, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে জন্মবার্ষিকীর অনুষ্ঠান উদযাপন করা হবে বলে সভায় জানানো হয়।

/পি.এস

চাঁপাইনবাবগঞ্জ,ইলা মিত্র

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close