• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজশাহীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে অপহরণ

প্রকাশ:  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০২:৫০
রাজশাহী প্রতিনিধি

চাঁদা না পেয়ে রাজশাহী নগরে এক ব্যবসায়ীকে অপহরণের ঘটনা ঘটেছে। তবে অপহরণের চার ঘন্টার মধ্যে নগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

পরে আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নগরের কাশিয়াডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি রবিউল ইসলাম।

অপহরণের শিকার ব্যবসায়ীর নাম মাসিদুল ইসলাম। তার বাড়ি পবা উপজেলার হরিপুর ইউনিয়নের খোলাবনা গ্রামে। তিনি সোনাইকানি বিট খাটালের মালিক ও গরু ব্যবসায়ী।

কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলাম বলেন, ‘‘বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কোট স্টেশন মোড়ের পাশের মোল্লাপাড়া রাস্তা থেকে ব্যবসায়ী মাসিদুল ইসলামকে অপহরণ করা হয়। অপহরণের পর নগরের কাদিরগঞ্জ এলাকার গেটার রোডের নাভানা ফার্নিচার ভবনের প্রথমে নিচতলা ও পরে দ্বিতীয় তলায় আটকে রেখে মারপিট করা হয়। খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।’’

ওসি আরও বলেন, ‘‘এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে। আটজনের নাম উল্লেখ করে মামলায় আসামী করা হয়েছে ১২ জনকে। মামলার পর আসামীদের ধরতে রাতেই পুলিশ অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।’’

অপহরণের শিকার মাসিদুল ইসলাম বলেন, ‘‘গত দুই মাস ধরে কয়েকজন দুস্কৃতিকারি তার কাছে চাঁদা দাবি করে আসছে। কখনো পাঁচ লাখ, কখনো ১০ লাখ আবার কখনো ৪০ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করলে তারা আমাকে বিভিন্নভাবে হুমকি দেয়।’’

মাসিদুল আরও বলেন, ‘‘বুধবার সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল নিয়ে মোল্লাপাড়া মোড়ের দিকে যাচ্ছিলাম। এ সময় গুড়িপাড়ার মাহাবুল ও কাদিরগঞ্জের মাসুদ নামের দুইজনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন মোটরসাইকেল নিয়ে গিয়ে আমাকে অপহরণ করে নিয়ে যায়। প্রথমে তারা আমাকে কাদিরগঞ্জ গেটার রোড নাভানা ফার্নিচার ভবনের নিচতলায় রেখে ব্যাপক মারপিট করে। এ সময় তার বাম পা মুচড়ে দেয়। এছাড়াও তারা হাত, পা ও পিঠে আঘাত করে। এর পর তারা দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে মুক্তিপন ও সোনাইকান্দি বিট খাটালের শেয়ার লিখে নেয়ার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। এরই মধ্যে খবর পেয়ে সেখানে গোয়েন্দা পুলিশের একটি দল পৌঁছালে অপহরণকারিরা পালিয়ে যায়।’’

অপহরণের পর তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও বেশ কিছু টাকা অপহরণকারীরা কেড়ে নিয়েছে বলে জানান ব্যবসায়ী মাসিদুল ইসলাম।

-একে

অপহরণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close