• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নারী কনস্টেবলকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগ নেতাকে জুতাপেটা

প্রকাশ:  ২৪ আগস্ট ২০১৮, ১০:৪০
খুলনা প্রতিনিধি
প্রতীকী ছবি

খুলনার কয়রা উপজেলায় পুলিশের এক নারী কনস্টেবলকে উত্ত্যক্ত করায় ছাত্রলীগ সভাপতি দিদারকে জুতাপেটা করে। বিষয়টি নিয়ে কয়রা বাজারে তুলকালাম কাণ্ড ঘটে যায়। বৃহস্পতিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে কয়রা সদরের তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের ছুটিতে বাড়িতে আসা নারী কনস্টেবলের ভাই আরাফাত হোসেন কয়রা বাজারের তিন রাস্তা মোড়ে দাঁড়িয়ে ছিল। এ সময় ছাত্রলীগ সভাপতি দিদারের মোটরসাইকেলবহর সেখান দিয়ে যাওয়ার সময় কাদা ছিটায়। এর প্রতিবাদ করায় আরাফাতকে মারধর করে ছাত্রলীগ নেতাকর্মীরা।

দুপুরে ওই নারী কনস্টেবল থানায় যাওয়ার সময় তাকে উত্ত্যক্ত করে ছাত্রলীগ সভাপতি দিদার। প্রতিবাদ করলে নারী কনস্টেবলের দিকে এগিয়ে আসে দিদার। এ সময় দিদারকে ধরে জুতাপেটা করেন নারী কনস্টেবল। ঘটনার সময় উৎসুক জনতা ভিড় জমায় এবং দিদারকে ধিক্কার জানায়। মার খাওয়ার পর মাথা নিচু করে ঘটনাস্থল ত্যাগ করে দিদার।

বিকেল ৪টার দিকে নারী কনস্টেবলের চাচাশ্বশুর আইয়ুব আলী কয়রা বাজারে এলে তাকে তুলে নিয়ে যায় ছাত্রলীগ নেতাকর্মীরা। কপোতাক্ষ কলেজের ভেতরে নিয়ে আইয়ুব আলীকে হাতুড়িপেটা করে ছাত্রলীগ নেতা দিদার। তার চিৎকারে বাজারের ব্যবসায়ী ও পথচারীরা কলেজ গেটের সামনে জড়ো হয়।

পরে ঘটনাস্থলে গিয়ে আহত আইয়ুব আলীকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি ধামাচাপা দিতে পরবর্তীতে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি মিছিল বের করা হলে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে পুলিশ।

ভুক্তভোগী পুলিশের নারী কনস্টেবল বলেন, ছাত্রলীগ সভাপতি দিদার দীর্ঘদিন ধরে আমাকে অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। কিন্তু সম্মানের ভয়ে এতদিন নিরবে সহ্য করেছিলাম। আজ থানায় আসার পথে আবারও আমাকে উত্ত্যক্ত করে দিদার। তাই তাকে জুতাপেটা করেছি। কিন্তু পরে আমার চাচাশ্বশুরকে তুলে হাতুড়িপেটা করেছে দিদার।

এ বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদি হাসান দিদার বলেন, মাসুদ নামে এক মাদক ব্যবসায়ী বাজারে ছাত্রলীগের নেতাকর্মীদের অকথ্য ভাষায় গালি দেয়। এতে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে ধাওয়া দেয়। পরে মাসুদের স্ত্রী ওই নারী কনস্টেবল আমার সঙ্গে অশোভন আচরণ করেন। তাই এমনটি ঘটেছে।

নারী কনস্টেবলকে উত্ত্যক্তের বিষয়টি এড়িয়ে গিয়ে কয়রা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, উত্ত্যক্ত করেছে কিনা আমি জানি না। তবে ওই নারী কনস্টেবলের সঙ্গে ছাত্রলীগ নেতা দিদারের একটু ঝামেলা হয়েছে। পরে বিষয়টি সমাধান হয়ে যায়। এ বিষয়ে কেউ অভিযোগ করেনি।

/পি.এস

খুলনা,ছাত্রলীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close