• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাবনায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ আটক ২

প্রকাশ:  ১৮ আগস্ট ২০১৮, ১৪:১৮
পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর ও ঈশ্বরদীতে আলাদা অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১৭ আগস্ট) দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটক দুইজন হলো-সুজানগর উপজেলার চর ভবানীপুর গ্রামের মফিজ প্রামানিকের ছেলে উজ্জল প্রামানিক (৩৮) ও ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর গ্রামের মৃত বারী চৌধুরীর ছেলে মিলন চৌধুরী (৩৮)।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহুল আমিন (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে সুজানগরের চর ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে উজ্জল প্রামানিককে আটক করে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি ও একটি হাসুয়া উদ্ধার করে।

অপরদিকে, একইদিন রাত দশটার দিকে জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকার দোয়েল সিমেন্ট কারখানার ভবনের সামনে থেকে মিলন চৌধুরীকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানী কমান্ডার রুহুল আমিন জানান, আটক দুইজনের বিরুদ্ধে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে জনমনে ত্রাস সৃষ্টিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় সুজানগর ও ঈশ্বরদী থানায় আলাদা দু’টি মামলা দায়ের করেছে।

/পি.এস

পাবনা,আগ্নেয়াস্ত্র,আটক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close