• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

জেলা কমিটি গঠন নিয়ে সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ

প্রকাশ:  ১৬ আগস্ট ২০১৮, ১৮:৩৪
পাবনা প্রতিনিধি

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন পাবনা জেলা শাখার নতুন কমিটি গঠন হয়েছে, অথচ সে বিষয়টি জানেন না কমিটির সভাপতিসহ অনেক চিকিৎসক নেতা। সাধারণ সম্পাদক তার স্বেচ্ছাচারিতার মাধ্যমে গঠনতন্ত্র ভঙ্গ করে নিজের ইচ্ছামতো নতুন কমিটি গঠন করেছেন বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন পাবনা জেলা কমিটি গঠন ও অনুমোদন বিষয়ে সামাজিক যোগাযোগ এবং পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়। বৃহস্পতিবার দুপুরে শহরের পিসিসিএস রেষ্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন পাবনা জেলা শাখার সভাপতি ডা. গোলজার হোসেন।

সম্পর্কিত খবর

    লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১২ সালে সদস্যদের ভোটের মাধ্যমে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন পাবনা জেলা শাখার কমিটি নির্বাচিত হয়ে সুনাম ও দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করে আসছে। কিন্তু গেল ১৩ আগষ্ট বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ডা. আসলাম হোসেন বিশ্বাস মাসুদ নিজেকে সভাপতি এবং লাইব্রেরী ও প্রকাশনা সম্পাদক ডা. আকসাদ আল মাসুর আননকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন পত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ এবং প্রচার করে। যা দুঃখজনক ও বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের গঠনতন্ত্র বিরোধী। প্রকৃতপক্ষে ২০১২ সালের পর বিএমএ পাবনা জেলা শাখার নির্বাচনের কোনো তফসিলই ঘোষণা করা হয়নি। তাই নির্বাচনের প্রশ্নই অবান্তর। উপস্থিত চিকিৎসক নেতারা ঘটনাকে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।

    লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, বর্তমান সাধারণ সম্পাদক ডা. মাসুদ গত দুই বছর ধরে সভাপতিকে কোনো সহযোগিতা করছেন না। চিকিৎসকদের বদলী, প্রমোশন, টেন্ডারসহ বিভিন্ন কর্মকান্ডে তার অসততার পরিচয় পাওয়ায় সভাপতি প্রতিবাদ করেন। যার ফলশ্রুতিতে সাধারণ সম্পাদক কমিটির সভাপতি বা কার্যকরী কমিটির অধিকাংশ সদস্যের অনুমতি ছাড়াই অগঠনতান্ত্রিক কর্মকান্ড পরিচালনা করছেন। তার একটি উদাহরণ নতুন কমিটি গঠন করে কেন্দ্রীয় অনুমোদনের জন্য পাঠায়। পরে বিষয়টি জানতে পেরে বর্তমান কমিটি গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য একটি লিখিত আবেদন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব বরাবর দেয়া হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

    সংবাদ সম্মেলনে বি এম এ’র সহ সভাপতি ডা. রিয়াজুল হক রেজা, যুগ্ম সম্পাদক ডা. সিরাজুল ইসলাম, আপ্যায়ন সম্পাদক ডা. জাহেদী হাসান রুমী, কার্যকরী সদস্য ডা. খলিলুর রহমান, ডা. রামদুলাল ভৌমিক, ডা. তাহসিন বেগম, ডা. আমিরুল ইসলাম, ডা. নিখিল কুমার, ডা. সবিজুর রহমান সবুজ প্রমুখ।

    এ বিষয়ে ডা. আসলাম হোসেন বিশ্বাস মাসুদ বলেন, আমরা একটি সভা আহবান করেছিলাম। সেখানে অধিকাংশ সদস্য চিকিৎকরা উপস্থিত ছিলেন। তাদের সর্বসম্মতিতে এই কমিটি গঠন করা হয়েছে। গঠনতন্ত্র বিরোধী কোনো কাজ করা হয়নি। যারা সংবাদ সম্মেলন করেছেন তাদের কোনো গ্রহণযোগ্যতা না থাকায় তারা এই কাজে লিপ্ত হয়েছে। সংবাদ সম্মেলনে যেসব অভিযোগ তোলা হয়েছে, তার কোনো ভিত্তি বা সত্যতা নাই।

    এ প্রসেঙ্গ জানতে চাইলে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন পাবনা জেলা শাখার আজীবন সদস্য ক্যাপ্টেন (অব.) ডা. ইলিয়াস ইফতেখার রসুল বলেন, কমিটির মেয়াদ উত্তীর্ণ হবার পর নতুন কমিটি গঠনের জন্য বিএমএ’র গঠনতন্ত্র অনুসারে কিছু প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠান করার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু তা অনুসরণ না করে গোপনতন্ত্রের মাধ্যমে একটি কমিটি গঠন করা হয়েছে, যা বিস্ময়কর।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close