• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আমের ট্রাকে ফেনসিডিল, আটক ২

প্রকাশ:  ১৫ আগস্ট ২০১৮, ১৫:২৮
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ শহরের দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে একটি আম বোঝাই ট্রাক তল্লাশী করে ২ হাজার ৮৬ বোতল ফেনসিডিলসহ দু’জনকে আটক করেছে র‌্যাব।

বুধবার (১৫ আগষ্ট) সকাল সাড়ে ৭টার দিকে জেলার কানসাট হতে ঢাকাগামী ৬০ মন আম বোঝাই ওই ট্রাকে (ঢাকা মেট্টো-ন ১৫-২১০৬) তল্লাশী করা হয়। এসময় ট্রাকে ফেনসিডিল পাওয়া গেলে আটক হন গোপলগঞ্জ জেলার সদর উপজেলার শিবপুর গ্রামের আকরাম শেখের ছেলে নুর নবী শেখ ওরফে মামুন(৩৬) ও জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা গ্রামের সাইদুর রহমান ভগলুর ছেলে মো.রিপন(১৯)।

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের এক প্রেসনোটে অভিযানটি নিশ্চিত করা হয়েছে। র‌্যাব জানায়, আমের আড়ালে ট্রাকে করে ফেনসিডিলের চালান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানাসট হতে ঢাকা পাচারের গোয়েন্দা তথ্যে দারিয়াপুর ট্রাক টার্মিনালের সামনে ব্যারিকেড দিয়ে ওই ট্রাক আটকানো হয়। এরপর ট্রাক তল্লাশী করে আমের ঝুড়িতে ২০৮৬ বোতল ফেনসিডিল পাওয়া গেলে ট্রাক, আম ও ফেনসিডিল জব্দ করা হয় আটক করা হয় মামুন ও রিপনকে। র‌্যাব জানায়, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত থাকার কখা স্বীকার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

ওএফ

ফেনসিডিল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close