• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হিলিতে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু

প্রকাশ:  ২৩ জুলাই ২০১৮, ১৪:২২
হিলি প্রতিনিধি

“অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সীমান্ত এলাকা হিলিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় বৃক্ষ মেলা। দর্শনার্থীদের ভীড় আর কোলাহলের মাঝে নানা প্রজাতির ফল-ফুল ও ঔষধী গাছ নিয়ে ২৪টি ষ্টল বসেছে এই মেলায়। ফুল-ফলের গাছের সমারহ এতে খুশি ক্রেতারা, বিক্রি ভালো হওয়ায় নার্সারী মালিকেরাও খুশি। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে মেলাটির শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক।

পরে উপজেলা অডিটরিয়ামে নির্বাহী অফিসার শুকরিয়া পারভীন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এখানে বক্তব্য রাখেন সংসদ সদস্য শিবলী সাদিক, উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চেীধুরী, মেয়র জামিল হোসেন চলন্ত, এএসপি আখিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ: রহমান লিটন, পৌর আ: লীগ সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রতাব মল্লিক প্রমুখ।

এ ছাড়াও সংসদ সদস্য ওই অনুষ্ঠান শেষে উপজেলার ৩৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের নিকট ৩৬টি ল্যাপটপ বিতরণ করেন।

/পি.এস

হিলি,বৃক্ষ মেলা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close