• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বেনাপোল কাস্টমসে ব্যাপক রদবদল

প্রকাশ:  ২০ জুলাই ২০১৮, ১৮:২০
বেনাপোল প্রতিনিধি

রাজস্ব লক্ষমাত্রা পূরণে ও বেনাপোল কাস্টমস হাউসকে অধিকতর গতিশীল করার লক্ষ্যে এবং শুল্ক কর বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য সুশাসনের আধুনিক ব্যবস্থাপনা কঠামো আধুনিকায়ন করার জন্য বেনাপোল কাস্টমস হাউসের ২০জন কর্মকর্তাকে একযোগে রদবদল করেছেন কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী, গত ১৯/০৭/২০১৮ তারিখে স্বাক্ষরিত এক আদেশ জারীর মাধ্যমে এই রদবদল করেন ৷

গ্রুপ-২, আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক চেকপোষ্ট থেকে আনষ্টাফিং শাখা, নুর মোহাম্মদ শুল্কায়ন গ্রুপ-২ থেকে আই,আর, এম.মোঃ মোহাব্বত সোবহান বিশেষ পরীক্ষণ গ্রুপ-১ থেকে কার্গো শাখা, মোঃ আজম মোল্লা আমদানী পরীক্ষণ গ্রুপ-৪ থেকে আন্তর্জাতিক চেকপোষ্ট,সমীরণ আচায্য শুল্কায়ন গ্রুপ-৫ থেকে পরিক্ষণ গ্রুপ-২, মোঃ বিল্লাল হোসেন শুল্কায়ন গ্রুপ-০৭ থেকে শুল্কায়ন গ্রুপ ০১, আবছার উদ্দিন আই.আর.এম থেকে শুল্কায়ন গ্রুপ-০৪, মোঃ এমদাদুল হক আমদানী পরীক্ষণ গ্রুপ-২ থেকে শুল্কায়ন গ্রুপ-৪, মোঃ আব্দুস সালাম আমদানী পরীক্ষণ-১ থেকে পরীক্ষণ-৫ এ রদবদল করা হয়েছে

খন্দকার গোলাম মোর্তজা (আই,আর,এম অতিরিক্ত দ্বায়িত্ব প্রশাসন শাখা থেকে বদলি হয়েছেন পরীক্ষণ গ্রুপ-৩, মোঃ হুমায়ন কবির খান শুল্কায়ন গ্রুপ-১ শাখা থেকে পরীক্ষণ গ্রুপ-১, মোঃ কামরুল ইসলাম কার্গো শাখা থেকে শুল্কায়ন গ্রুপ-৭, মোঃ হবিবুর রহমান শুল্কায়ন গ্রুপ-৩ থেকে কার্গো শাখা, মোঃ হারুন অর রশিদ কার্গো শাখা থেকে আটক ও ব্যাগেজ শুল্কায়ন শাখা, মৃনাল কান্তি সরকার শুল্কায়ন গ্রুপ-৪ থেকে পরীক্ষণ গ্রুপ-৪, এস এম আজিজুর রহমান আমদানী পরীক্ষণ গ্রুপ-৫ থেকে শুল্কায়ন গ্রুপ-৬ও৮, রাজিয়া সুলতান রপ্তানী শুল্কায়ন গ্রুপ-৮ থেকে আন্তর্জাতিক চেকপোষ্ট, নমিতা রায় আন্তর্জাতিক চেকপোষ্ট থেকে শুল্কায়ন গ্রুপ-৩, মোঃ কামরুজ্জামান আটক ও ব্যাগেজ শুল্কায়ন শাখা থেকে শুল্কায়ন গ্রুপ-৫, শুভাশীষ কুমার আমদানী পরীক্ষণ গ্রুপ-৩ থেকে শুল্কায়ন, চলতি অর্থবছরের ২০১৮-২০১৯ সালের অর্থবছরে বেনাপোল বন্দরে আমদানি পণ্য থেকে জাতীয় রাজস্ব বোর্ড কাস্টমস হাউজকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ৫ হাজার ৪৮৩ কোটি টাকা । যার ফলে বেনাপোল স্থলবন্দরে চলতি অর্থবছরের বাজেট পাশের পর এই রদবদল রাজস্ব আহরণে নতুন করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে এই বন্দরের সাথে সংশ্লিষ্টরা মনে করেন।

/পি.এস

বেনাপোল,কাস্টমস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close