• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কাঁঠালবাড়ী ঘাটে কর্মস্থলগামীদের উপচে পড়া ভীড়

প্রকাশ:  ২১ জুন ২০১৮, ১২:৪৩
মাদারীপুর প্রতিনিধি

বৃহস্পতিবার (২১ জুন) সকাল থেকেই কর্মস্থলগামী মানুষের উপচে পড়া ভীড় মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে। নৌযানে উঠতে যেন প্রতিযোগিতা চলছে যাত্রীদের। কোন মতে নিজের জায়গা দখল করে নিতে ব্যস্ত সকলে।

এদিকে সকালের সময়টায় আবহাওয়া শান্ত থাকায় ঢাকাগামী যাত্রীদের ভীড় বেড়েছে বলে ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

    বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, ঈদের ছুটি শেষ হবার পর বৃহস্পতিবারই সকাল থেকে উপচে পড়া ভীড় দেখা দিয়েছে ঘাট এলাকায়। লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে ছিল যাত্রী ও পরিবহনের যথেষ্ট চাপ। নৌরুটে ৮৭টি লঞ্চ, ২ শতাধিক স্পিডবোট ও ১৯টি ফেরি যাত্রী পরিবহনে নিয়োজিত রয়েছে।

    মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া যাত্রী মো. কামরুল, হাসন, রফিক জানান, 'পরিবহনে যেমন ভিড়, লঞ্চেও তেমন ভিড়। গাদাগাদি করে উঠছে যাত্রীরা। প্রয়োজনের তুলনায় বেশি সংখ্যক যাত্রী মনে হচ্ছে একেকটি লঞ্চে।'

    ঢাকাগামী যাত্রীদের সাথে আলাপ করলে তারা জানান, সকালের দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক থাকে, সে জন্য সকালের দিকেই তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। বিকেলের দিকে গত কয়েকদিন ধরেই বাতাস ও বৃষ্টি হচ্ছে। ফলে বেশির ভাগ যাত্রী ঢাকা যাওয়ার সময়টা সকালকে বেছে নেয়ায় ভীড় বেশি হয়েছে।'

    কাঁঠালবাড়ী ফেরিঘাট সূত্র জানায়, গত কয়েকদিনের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকে যাত্রীদের ভীড় কিছুটা বেশি। তবে পর্যাপ্ত ফেরি থাকায় কোন দূর্ভোগ নেই ঘাটে।'

    বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, 'বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রীদের ভীড় বেড়েছে ঘাটে। বেশির ভাগ যাত্রীই লঞ্চে পদ্মা পাড় হচ্ছে। আবহাওয়া স্বাভাবিক থাকায় পদ্মা শান্ত রয়েছে। তারপরও লঞ্চে সতর্কতার সাথে যাত্রী পার করা হচ্ছে।'

    ভীড়

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close