• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বেনাপোল স্থলবন্দর থেকে ১০ টি তাজা বোমা উদ্ধার

প্রকাশ:  ১৫ মে ২০১৮, ১২:৩২
বেনাপোল প্রতিনিধি

নাশকতা সৃষ্টির লক্ষ্যে বেনাপোল স্থলবন্দরে মজুদ করে রাখা ১০ টি শক্তিশালি তাজা বোমা উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক সম্ভব হয়নি।

মঙ্গলবার সকাল ৮ টার সময় পোর্টে নিয়োজিত আনসার সদস্যদের সংবাদদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশ স্থলবন্দরের ১১ নং শেডের পিছনের একটি বাথরুম থেকে এ বোমা উদ্ধার করে।

সম্পর্কিত খবর

    বেনাপোল পোর্ট থানার এসআই এহসানুল হক বলেন, আনসার সদস্যদের সন্দেহ ভিত্তিক খবরে ১১ নং শেডের পিছনের একটি পরিত্যক্ত বাথরুম এর তালা ভেঙ্গে ১০ টি শক্তিশালি তাজা বোমা উদ্ধার করা হয়।

    তিনি বলেন বেনাপোল স্থলবন্দরের কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে গোলযোগ চলছে। তারই ধারাবাহিকতায় হয়ত সন্ত্রাসীরা এ বোমা নাশকতা সৃষ্টির জন্য বোমাগুলো মজুদ করে রেখেছেন। বোমা গুলি নিস্ক্রিয় করার জন্য থানায় আনা হয়েছে। কে বা কারা এ বোমা মজুদ করেছে তা এখনও জানা যায়নি এ ব্যাপারে তদন্ত করার কথা জানান তিনি।

    বেনাপোল বন্দরে নিয়োজিত আনসার এর প্লাটুন কমান্ডার মহিদুল ইসলাম বলেন, আনসার সদস্যদের সন্দেহের ভিত্তিতে থানায় খবর দিলে পুলিশ এসে তালা ভেঙ্গে দুটি ব্যাগ থেকে বোমাগুলো উদ্ধার করে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close