• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউএনও’র হস্তক্ষেপে ছাত্রীর বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০১৮, ১৮:৫৯
রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর মোহনপুরে উপজেলার নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে একটি বাল্য বিবাহ পণ্ড করা হয়েছে। রোববার রাত ১১ টার দিকে স্কুল ছাত্রীর বাড়িতে উপস্থিত হয়ে বিয়েটি বন্ধ করা হয়।

জানা গেছে, উপজেলা ঘাসিগ্রাম ইউনিয়নের ভরবড়াই গ্রামের গোলাম মোস্তফা মেয়ে মোস্তারিন খাতুন মেরির (১৪) কে বাল্য বিবাহ দেওয়া জন্য বিয়ের প্রস্তুত্তি নেয়। গোপন সংবাদের মাধ্যমে উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকতা আনোয়ার-উল- হালিম বাল্য বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাল্য বিবাহ পণ্ড করে দেন। হালকা-পাতলা গড়নের কিশোরী মেরিকে দেখে হতভস্ব হয়ে যান। বাল্য বিবাহ বন্ধের জন্য মেয়ের পিতা-মাতা ও আত্মীয় স্বজনদের জানান।

সম্পর্কিত খবর

    উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার-উল-হালিম বিষয়টি গুরুত্ব দিয়ে বাল্য বিবাহে সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধিতে অভিভাবকদের এগিয়ে আশার ও বাল্য বিবাহ বন্ধে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান।

    এক পর্যায়ে মেয়ের পিতা-মাতা, চাচা তাদের মেয়েকে বাল্য বিবাহ দিবেনা বলে প্রশাসনের কাছে প্রতিজ্ঞা ও অঙ্গিকারনামা লিখে মুক্তি পায়।

    ওএফ

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close