• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বকেয়া বেতনের দাবীতে ফের বিসিসিতে বিক্ষোভ

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৫
বরিশাল প্রতিনিধি

বেতনের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের হিসাব শাখায় তালা দেয়ার পর এবারে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেছে কর্মকর্তা কর্মচারীরা। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগর ভবনের সমানেই বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, ৫ মাস ধরে ৫০০ নিয়মিত কর্মকর্তা কর্মাচারী এবং ২ মাস ধরে প্রায় এক হাজার ৪শত দৈনিক মজুরী ভিত্তিক কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দেয়া বন্ধ রয়েছে।

সম্পর্কিত খবর

    ফলে বিসিসি’র সকল কর্মকর্তা কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। কিন্তু সেদিকে খেয়াল না রেখে কর্তৃপক্ষ বন্ধের দিন শুক্রবারে ঠিকাদারদের বিলের টাকা পরিশোধের জন্য চেক তৈরি করতে গোপনে বরিশাল সিটি কর্পোরেশনে (নগরভবন) আসেন। ঘটনাচক্রে অন্য কর্মকর্তা কর্মচারীরা বিষয়টি দেখতে পেয়ে বাধ্য হয়ে হিসাব শাখার কক্ষ আটকে তালা ঝুলিয়ে দেয়। এরপর আজ খোলার দিনে বাধ্য হয়েই তারা বকেয়া বেতন ভাতার দাবীতে বিক্ষোভ করে।

    বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নগর ভবন শাখার সম্পাদক দীপক লাল মৃধা জানান, মাসের পর মাস ধরে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বন্ধ রয়েছে। এ কারণেই আমরা ক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা আজ বকেয়া বেতন ভাতার দাবীতে বিক্ষোভ করছে। তবে এ সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন কর্পোরেশনের সচিব মোঃ ইসরাইল হোসেন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close