• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাহুবলে সংঘর্ষের ঘটনায় ২ মামলা, আসামী ৩৫০

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৪৮ | আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:৫৩
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবলে সরকারী জায়গা দখলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। দুই মামলায় ৪৫ জনের নামসহ ৩০০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

এ ঘটনার গ্রাম্য মাতব্বর আমীর উল্লাকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার রাতে বাহুবল মডেল থানার এসআই মফিদুল হক বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০ জনকে আসামী ও রামপুর চা বাগানের ব্যবস্থাপক শফিক মিয়া বাদী হয়ে ৩০ জনকে আসামী করে মামলা দায়ের করেন।

সম্পর্কিত খবর

    মামলায় এসআই মফিদুল হক সরকারী কাজে বাধা প্রদান ও বাগান ব্যবস্থাপক সরকারী লিজকৃত জায়গা দখল পূর্বক দুটি ঘর নির্মাণের অভিযোগ তুলেন। উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের নিকটবর্তী ১৭ একর ৫৭ শতক ভূমি নিয়ে গ্রামবাসীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

    বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাসুক আলী মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা অবৈধ স্থাপনা ঘুটিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত। মামলার আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close