• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

OYE HOYE ট্রফিতে হাসির খোরাক পাকিস্তান

প্রকাশ:  ১৮ নভেম্বর ২০১৮, ১৭:০১
স্পোর্টস ডেস্ক

নামে কী আসে যায়! সত্যিই কিছুই কি আসে যায় না৷ ক্রিকেটারদের নাম থেকে স্পনসরের নাম৷ কোনও ক্রিকেট সিরিজের ট্রফির নামে এগুলোই এতদিন ছিল ট্রেন্ড৷

যেমন ভারত ও অস্ট্রেলিয়ার দুই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার ও অ্যালান বর্ডারের নামে খেলা হয় বর্ডার গাভাস্কার ট্রফি (ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ)৷ উদাহরণ আরও রয়েছে, ভারতীয় আরেক কিংবদিন্ত পতৌদির নামে রয়েছে পতৌদি ট্রফি৷ স্পনসরদের নামের সঙ্গে জুড়ে একাধিক ট্রফিও রয়েছে৷ এবার সেই সঙ্গে জুড়ল ‘বিস্কুট’ ও ‘OYE HOYE’!

সম্পর্কিত খবর

    সম্প্রতি দুবাইয়ে আয়োজিত হওয়া পাকিস্তান বনাম ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের ট্রফিতে জুড়ে গিয়েছে বিস্কুট৷ ট্রফি আনভেল হওয়ার পর দেখা যায় ট্রফির উপর রয়েছে আস্ত একটা বিস্কুট৷ ট্রফির নাম দেওয়া হয় টিইউসি কাপ৷ সোশ্যাল মিডিয়ার নেটিজেনদের কাছে এটি এখন ‘বিস্কুট ট্রফি’ নামে ভাইরাল৷

    বিস্কুট সিরিজে পর বাজারে এল ‘OYE HOYE!’ না, এটা কোনও নতুন মোবাইল কোম্পানি নাম নয়, এটা পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের ট্রফির নাম৷

    ট্রফির গায়ে রয়েছে তিনটি স্টাম্প৷ বল লেগে সেই স্টাম্প ছিটকেছে৷ ছিটকে যাওয়া তিন স্টাম্পের উপরই লেখা OYE HOYE৷ সাধারণত কোনও কিছু দেখে মুগ্ধ হলে হাততালি দেওয়া আগে আমরা OYE HOYE বলে থাকি৷ তাই এই শব্দ ক্রিকেট ট্রফির সঙ্গে জুড়ে যাওয়ায় স্বভাবতই এই ট্রফি এবার ভাইরাল৷ নেটিজেনের অনেকেটাই মজা করে লিখেছেন, চালো বাচ্ছো, এবার তালি হয়ে যাক! টিপ্পনি কেটে অনেকে আবার লিখলেন এবার কি বাল্ল বাল্লে ট্রফি আসছে নাকি!

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close