• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বাংলাদেশে পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ১২:০৩
স্পোর্টস ডেস্ক

অবশেষে বাংলাদেশে এলো ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। বুধবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে আটটায় সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে রাজধানীতে এসে পৌঁছেছে এই ট্রফি। এয়ারপোর্ট থেকে ট্রফিটি সরাসির বিসিবির দপ্তরে নেওয়া হয়।

বুধবার সকাল ১১টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মিরপুরে বিসিবি একাডেমির সামনে এটি রাখা হবে। সেখান থেকে বাংলাদেশ ও জিম্বাবুয়ে দল ট্রফিটি দেখতে পারবেন।

এছাড়া ১৮ অক্টোবর ট্রফিটি রাজধানীর যমুনা ফিউচার পার্কে রাখা হবে। সেখানে সব ধরনের মানুষ ট্রফিটি দেখার সুযোগ পাবেন। ১৯ অক্টোবর সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রাখা হবে ট্রফিটি। এরপর ২০ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রাখা হবে ট্রফিটি।

প্রসঙ্গত, বিশ্বকাপের আগামী আসরে দশটি দশ অংশ নেবে। দলগুলো হলো- বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা।

/রবিউল

আরব আমিরাত,বাংলাদেশ,বিশ্বকাপ ট্রফি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close