• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কষ্টার্জিত জয়ে সেমিতে নাদাল

প্রকাশ:  ০৫ সেপ্টেম্বর ২০১৮, ১৭:১১
স্পোর্টস ডেস্ক

যুক্তরাষ্ট্র ওপেনে রাফা-রজার দ্বৈরথ দেখার আশা শেষ হয়েছিল আগেই। প্রি-কোয়ার্টার থেকে ফেডেরার ছিটকে গেলেও শীর্ষ বাছাই নাদাল তুলে নিয়েছিলেন সহজ জয়। কিন্তু বুধবার কোয়ার্টার ফাইনালের লড়াই খুব একটা সহজ হল না শীর্ষ বাছাই নাদালের জন্য।

কষ্টার্জিত জয়ে যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে উঠলেন নাদাল। ০-৬ গেমে প্রথম সেট হারের পর আরও এক ইন্দ্রপতনের আশঙ্কা তৈরি হয়েছিল ফ্লাশিং মেডোয়। তবে দুরন্ত প্রত্যাবর্তন করে নিজের ১৮ তম গ্র্যান্ডস্লামের দিকে আরও একধাপ এগিয়ে গেলেন স্প্যানিশ তারকা। ৪ ঘন্টা ৪৯ মিনিটের দীর্ঘ লড়াইয়ের পর নাদাল জিতলেন ০-৬, ৬-৪, ৭-৫, ৬-৭ (৭-৪), ৭-৬ (৭-৫) ব্যবধানে।

সম্পর্কিত খবর

    কেরিয়ারে ২৮২ গ্র্যান্ডস্লাম ম্যাচে চতুর্থবারের জন্য ০-৬ গেমে কোন সেট খোয়ালেন রাফা। এর আগে প্রত্যেক ক্ষেত্রে হারের মুখ দেখতে হলেও চলতি যুক্তরাষ্ট্র ওপেনে জিতেই মাঠ ছাড়লেন টুর্নামেন্টের শীর্ষবাছাই।

    দ্বিতীয় সেট ৬-৪ গেমে জিতে ম্যাচে ফিরে আসেন নাদাল। তৃতীয় সেট ৭-৫ গেমে জিতে ম্যাচে দুরন্ত ভাবে এগিয়ে যান ফ্লাশিং মেডোর শীর্ষ বাছাই। এরপর সবাই যখন ধরে নিয়েছেন চতুর্থ সেটেই নির্ধারিত হতে চলেছে ম্যাচের ভাগ্য, তখনই ম্যাচে ফিরে আসেন নাদালের অস্ট্রিয়ান প্রতিদ্বন্দ্বী। টাইব্রেকারে ৬-৭ (৭-৪) গেমে ডমিনিক থিয়েমের কাছে চতুর্থ সেট হাতছাড়া করেন ১৭ টি গ্র্যান্ডস্লামের মালিক।

    পঞ্চম সেটেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। টান টান উত্তেজনায় নির্ণায়ক সেটও গড়ায় টাইব্রেকারে। শেষ অবধি ৭-৬ (৭-৫) গেমে থিয়েমকে পরাস্ত করে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন স্প্যানিশ তারকা। সেমিতে আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী জুয়ান দেল পোত্রোর মুখোমুখি হবেন রাফা।

    চলতি যুক্তরাষ্ট্র ওপেনে শুরু থেকেই দুরন্ত ছন্দে রয়েছেন দেল পোত্রো। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে মার্কিনী জন ইসনারকে তিনি হারিয়েছেন ৬-৭ (৭-৫), ৬-৩, ৭-৬ (৭-৪), ৬-২ ব্যবধানে। ২০০৯ যুক্তরাষ্ট্র ওপেনেই কেরিয়ারের একমাত্র গ্র্যান্ডস্লামটি জিতেছিলেন পোত্রো। তাই সেমিফাইনালে এক দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় টেনিসপ্রেমীরা।

    / এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close