• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলংকার বিশাল জয়

প্রকাশ:  ১৩ আগস্ট ২০১৮, ১৫:৫৯
স্পোর্টস ডেস্ক

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিনটি ম্যাচ হেরে ট্রফি হাতছাড়া হয় শ্রীলংকার। শ্রীলংকা ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজের ট্রফি ধরে রাখতে পারেনি।

আগের ম্যাচে জয় পাওয়া শ্রীলংকা, রোববার ১৭৮ রানের বিশাল জয় পায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে লংকানদের এটা দ্বিতীয় সর্বোচ্চ জয়।২০১৩ সালে কলম্বোতেই ১৮০ রানে জয় পেয়েছিল স্বাগতিক শ্রীলংকা। দুই দলের মধ্যে হওয়া ৭১টি ওয়ানডে ম্যাচের ভিতরে ৩১টিতে ম্যাচে শ্রীলংকা জয় পেয়েছে ,বাকি ৩৮ ম্যাচে জয় পায় আফ্রিকা।

সম্পর্কিত খবর

    রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে ৮ উইকেটে ৫০ ওভারে ২৯৯ রান সংগ্রহ করে শ্রীলংকা। দলের হয়ে সর্বোচ্চ ৯৭ রান করেন অধিনায়ক অ্যাঞ্জোলো ম্যাথিউস। ৯৭ বলে ১১ চার ও এক ছক্কায় ৯৭ রান নিয়ে অপরাজিত থাকেন ম্যাথিউস। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরির দেখা পাননি লংকান অধিনায়ক।

    রান তাড়া করতে নেমে আকিল ধনাঞ্জয়ের ঘূর্ণি বলে দিশেহারা হয়ে পড়ে আফ্রিকা। ২৪.৪ ওভারে ১২১ রান তুলতেই অলআউটে হয়ে যায় সফরকারী দক্ষিণ আফ্রিকা।কুইন্টন ডি কক দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন। শ্রীলংকার হয়ে ৯ ওভারে ২৯ রান দিয়ে ৯ উইকেট তুলে নেন ধনাঞ্জয়।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close