• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বল টেম্পারিংয়ে নিষিদ্ধ চান্দিমাল

প্রকাশ:  ২০ জুন ২০১৮, ১৩:১২
স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়া টেস্টে বল টেম্পারিংয়ের অভিযোগে শ্রীলংকার অধিনায়ক দিনেশ চান্দিমালকে সিরিজের তৃতীয় এবং শেষ টেস্টের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে চান্দিমালসহ লংকান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা ২ থেকে ৪ টেস্টের জন্য নিষিদ্ধ হতে পারেন। ঘটনার সূত্রপাত সেন্ট লুসিয়া টেস্টের তৃতীয় দিনের সকালে। শ্রীলংকার বিপক্ষে মাঠের দুই আম্পায়ার অভিযোগ আনেন, তারা দ্বিতীয় দিন ফিল্ডিং করার সময় বল টেম্পারিং করেছে। তাৎক্ষনিকভাবে ৫ রান জরিমানা করা হয় লংকানদের।

আম্পায়ারদের এমন সিদ্ধান্ত মেনে নেয়নি শ্রীলংকানরা। ফলে তৃতীয়দিন দফায় দফায় মাঠ ছেড়ে যায় তারা। প্রথমে ৮০ মিনিট দেরিতে মাঠে আসে তারা, পরে আধাঘণ্টা খেলেই আবারো ফিরে যায় ড্রেসিংরুমে। বল টেম্পারিংয়ের অভিযোগে ম্যাচের বল পরিবর্তন করে খেলা শুরু করেন আম্পায়াররা।

সম্পর্কিত খবর

    পরবর্তীতে আইসিসি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আইসিসি নিশ্চিত করছে যে ম্যাচের আম্পায়াররা দ্বিতীয় দিনে বল বদলে খেলা শুরু করেছে এবং ওয়েস্ট ইন্ডিজকে ৫ রান পেনাল্টি দিয়েছে। যদি এখানে অন্য কোনো ঘটনা থাকে তাহলে ম্যাচ শেষে এই ব্যাপারে আরো শাস্তি-জরিমানা হবে।

    এক টুইটে আইসিসি আগেই জানিয়েছিল, আচরণবিধির ২.২.৯ ধারা ভঙ্গ করায় অভিযুক্ত হয়েছেন দিনেশ চান্ডিমাল। অবশ্য শ্রীলংকান ক্রিকেট বোর্ড (এসএলসি) এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শ্রীলংকার খেলোয়াড়রা এর সঙ্গে যুক্ত নন। /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close