• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

উইন্ডিজ সফরে টাইগার দলে আসতে পারে পরিবর্তন

প্রকাশ:  ১২ জুন ২০১৮, ১৪:০৯
ম্যাশরুল ইসলাম

চলতি মাসেই উইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ, উইন্ডিজের বিপক্ষে দুই-টি টেস্ট, তিন-টি ওয়ানডে এবং তিন-টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২৩ জুন উইন্ডিজের উদ্দেশ্যে রওনা করবে টাইগার বাহিনী । এই সিরিজকে সামনে রেখে আগামী ২৮ এবং ২৯ জুন প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

তবে এই সিরিজে বাংলাদেশ টেস্ট দলে আসতে পারে কিছুটা পরিবর্তন। সৌম্য সরকারে অফ ফর্মে থাকার কারনে দলে জায়গা হতে পারে তরুন ব্যাটসম্যান অলরাউন্ডার নাজমুল ইসলাম শান্তর। তবে ধারনা করা হচ্ছে দলে নেওয়া হতে পারে ঘরোয়া লীগে দুর্দান্ত খেলা সাদমান ইসলাম কেউ, যদিও সম্ভবনা কম।

সম্পর্কিত খবর

    এছাড়াও ইনজুরির কারনে খেলতে পারবে না মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। মোস্তাফিজ এবং তাসকিনের পরিবর্তে নেওয়া হতে পারে কামরুল ইসলাম রাব্বিকে এবং প্রথমবারের দলে জায়গা পেতে পারেন আবু হায়দার রনি। তবে ফর্মে না থাকার কারনে জায়গা হারাতে হবে সাব্বির রহমানকে। তার জায়গায় নেওয়া হতে পারে তরুণ উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে।

    আগামী ৪ থেকে ৮ জুলাই প্রথম টেস্ট খেলতে ওয়েষ্ট ইন্ডিজ দলের মুখোমুখি হবে বাংলাদেশ!

    ৪থেকে ৮ জুলাই হবে প্রথম টেস্ট

    ১২ থেকে ১৬ জুলাই হবে দ্বিতীয় টেস্ট!

    এর পরে ৫ দিন বিরতির পরে আগামী ২২ জুলাই হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ।

    ২৬ জুলাই হবে দ্বিতীয় ওয়ানডে এবং শেষ ওয়ানডে হবে ২৬ জুলাই।

    এর পরে আর ৫ দিন পরে ১ আগষ্ট অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি, দ্বিতীয় ম্যাচ হবে ৫ আগষ্ট এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৬ আগষ্ট।

    (২য় ও শেষ টি20 ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে)

    বাংলাদেশের সম্ভাব্য টেস্ট স্কোয়াড

    ১/ তামিম ইকবাল!

    ২/ ইমরুল কায়েস!

    ৩/ নাজমুল হোসেন শান্ত!

    ৪/ মুমিনুল হক!

    ৫/ মুশফিকুর রহীম!

    ৬/সাকিব আল হাসান!

    ৭/ মাহমুদউল্লাহ রিয়াদ!

    ৮/ লিটন দাস!

    ৯/ মোসাদ্দেক হোসেন সৈকত!

    ১০/ মেহেদি হাসান মিরাজ!

    ১১/ তাইজুল ইসলাম!

    ১২/ রুবেল হোসেন!

    ১৩/ কামরুল ইসলাম রাব্বি!

    ১৪/ শফিউল ইসলাম!

    ১৫/ আবু হায়দার রনি।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close