• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

অবসরে আয়ারল্যান্ডের এড জয়েস

প্রকাশ:  ২৪ মে ২০১৮, ২০:৩২
স্পোর্টস ডেস্ক

৩৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন আয়ারল্যান্ড তারকা খেলোয়াড় এড জয়েস। এর ফলে পাকিস্তানের বিপক্ষে দেশের অভিষেক টেস্টটিই তার সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে রইল। অাইরিশ এ ব্যাটসম্যান এখন ব্যাটিং কোচ হিসেবে এবং আয়ারল্যান্ড পারফরম্যান্স সিস্টেমে কাজ করবেন।

আয়ারল্যান্ডের হয়ে ২০০৬ সালে টেস্ট ও টি-টুয়েন্টি অভিষেক হয়েছিল জয়েসের। তিনি মাত্র ১০ জন ক্রিকেটারের একজন যারা দুই দেশের হয়ে ওয়ানডে খেলেছে। দুই দেশের হয়ে টি-টুয়েন্টি খেলা প্রথম ক্রিকেটার তিনিই। অন্য দেশটি ইংল্যান্ড। এখন পর্যন্ত ৭৮ ওয়ানডে ও ১৮ টি-টুয়েন্টিতে যথাক্রমে ২৬২২ ও ৪০৫ রান করেছেন। মাঝখানে ইংল্যান্ডের হয়ে ১৭ ওয়ানডে ও দুইটি টি-টুয়েন্টি খেলেছেন।

একজন ক্রিকেটারের সর্বোচ্চ স্বপ্ন থাকে নিজ দেশের হয়ে টেস্ট খেলা। সেই স্বপ্ন পূরণ হয়েছে জয়েসের। তাই সময় থাকতেই অবসর নিতে চান তিনি। জয়েস বলেন, আমি অনুভব করি খেলা বন্ধ করা এবং নতুন কিছু শুরু করার এটাই শ্রেষ্ঠ সময়। পাকিস্তানের সাথে টেস্ট ম্যাচে কিছু অসাধারণ দিন কাটিয়েছি। পেশাদার ক্রিকেটে শেষ ম্যাচ বলার জন্য এটি যথার্থ।

কোচিংয়ের জন্য মনোনিত করায় জয়েস ক্রিকেট আয়ারল্যান্ডকে ধন্যবাদ জানিয়েছেন, ক্রিকেট আয়ারল্যান্ডের কাছে আমি কৃতজ্ঞ এই দায়িত্ব দেওয়ায়, কোচিং সেট-আপে আসার সুযোগ করে দেওয়ায়।

সূত্র: ক্রিকবাজ।

অভি

অবসর,আয়ারল্যান্ড,এড জয়েস,ক্রিকেট
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close