• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কিপার কার্তিকে ধোনির ছায়া

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৮, ১৭:৫৭
স্পোর্টস ডেস্ক

আইপিএলে কিন্তু ধোনিকে ছাপিয়ে গেলেন কিপার দীনেশ, ধোনি ধোনিই হোতা হ্যায় অউর দীনেশ তো সিরফ উসকা স্টুডেন্ট হ্যায়! রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুরন্ত স্টাম্পিংয়ে পর কিপার দীনেশকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা৷ কিপার দীনেশে ধোনির ছায়া দেখছেন অনেকে৷ কেউ প্রশংসার সুরে বলছেন, কিপিং টেকনিকে অনেক উন্নতি করেছেন দীনেশ৷

রয়্যালস ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে স্টেপআউট করে খেলতে যান রাহানে৷ প্যাডে লেগে বল লেগ স্লিপের দিকে এগোতে থাকলে বিদ্যুৎগতিতে রিসিভ করে তা উইকেটে থ্রো করেন কার্তিক৷ উইকেটের দিকে না তাকিয়ে দীনেশের ঐ নিখুঁত টিপেই রয়্যালস অধিনায়কের স্টাম্প ছিটকে যায়৷ বল স্টাম্পে লেগে রাহানে যখন আউট হচ্ছেন, তখন শূন্যে ভেসে ছিলেন দীনেশ৷ অবশ্যই ক্রিকেট অনুরাগীদের অ্যাড্রিনালিন ক্ষরণ বাড়িয়ে দেওয়ার মতো আকর্ষক দৃশ্য৷ এমন অ্যাকশন দৃশ্যের স্বাদ পেতেই আইপিএলের ‘জমকালো ক্রিকেট সো’ দেখতে আসেন অনুরাগীরা৷

সম্পর্কিত খবর

    রাজস্থান ম্যাচের আগে দিল্লি ম্যাচেও দস্তানা হাতে ঝলক দেখিয়েছেন দীনেশ৷ দিল্লির ইনিংসে প্রথম ওভারে পিযূষের হোয়াইড ডেলিভারি কালেক্ট করে বিদ্যুৎগতি স্টাম্প ছিটকে দেন কার্তিক৷ কিছু বুঝে ওঠার আগেই ডেয়ারডেভিলসের ব্রিটিশ ওপেনার জেসন রয়কে আউট হয়ে ডাগআউটে ফিরতে হয়৷

    বাইশ গজে এমন নিখুঁত টিপে অতীতে উইকেট ভেদ করার এমন একাধিক নজির রয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির৷নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০১৬ এর ওয়ান ডে সিরিজের চতুর্থ ম্যাচে অদ্ভূত কায়দায় রস টেলরকে আউট করেন মাহি৷

    বাউন্ডারি থেকে ধবল কুলকার্ণি ব্যাটিং এন্ডে বল থ্রো করলে তা রিসিভ করে উইকেটের দিকে না তাকিয়েই বিদ্যুৎগতি তা ছুঁড়ে দেন ধোনি৷ এতেই রান আউট হয়ে মাঠ ছাড়েন টেলর৷ ধোনির সেই রানআউটের সঙ্গেই রাজস্থান ম্যাচে দীনেশের স্টাম্পিংয়ের মিল খুঁজে পাচ্ছেন অনেকে৷ দুই কিপারকে নিয়েও চর্চা শুরু হয়েছে৷ অনুরাগীদের বেশিরভাগই অবশ্য রিফ্লেক্সের ক্ষেত্রে কার্তিকের চেয়ে ধোনিকেই এগিয়ে রাখছেন৷

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close