• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

প্রকাশ:  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৪১ | আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ২০:১১
স্পোর্টস ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যে চলমান টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি হবে আজ রোববার। আর এই ম্যাচের মধ্য দিয়ে প্রথমবারের মতো সিলেটের মাটিতে খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজ বিকেল ৫টায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। লঙ্কানদের কাছে টানা পরাজয়ের পর আজ শেষ ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে টিম বাংলাদেশ।

সম্পর্কিত খবর

    একাদশ থেকে বাদ পড়তে পারেন জাকির হাসান, আফিফ হোসেন, রুবেল হোসেন এবং সাব্বির রহমান। দলে যুক্ত হয়েছেন তামিম ইকবাল। আর নতুন করে অভিষেক হতে পারে দুই জনের। তারা হলেন, অফ স্পিনার মেহেদি হাসান এবং আবু জায়েদ রাহি।

    বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:

    তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),আরিফুল হক, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, আবু জায়েদ রাহি, নাজমুল অপু ও মেহেদি হাসান।

    গেলো মঙ্গলবার নেটে ব্যাটিং অনুশীলনের সময় বাঁ হাতের পেশীতে চোট পেয়েছিলেন ওপেনার তামিম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শেষ ম্যাচে সৌম্য সরকারের সঙ্গে ওপেন করতে দেখা যাবে তামিমকে। মাহমুদুল্লাহ বলেছেন, তামিমের অবস্থা এখন অনেক ভালো। আশা করি, সে ফিট হয়ে যাবে। সে খেলবে ইনশাআল্লাহ। /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close