• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রিসার্চে উঠে আসুক ‘মাহি ওয়ে’(ভিডিও)

প্রকাশ:  ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৭
স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারের গোড়ার দিকে একসময় তাঁর উইকেট কিপিং টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছিলেন নির্বাচকেরা৷ সেই ধোনিই দস্তানা হাতে উইকেটের পিছনে কাটিয়ে ফেললেন ১৩টা বছর৷ একদিনের ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সর্বাধিক আউট করার তালিকায় এখন চার নম্বরে রয়েছেন রাঁচির রাজপুত৷ সদ্য প্রথম ভারতীয় উইকেটকিপার হিসেবে ৪০০টি আউট করার নজিরও গড়েছেন(২৯৫ ক্যাচ, ১০৬ স্টাম্পিং) মাহির আগে শুধু রয়েছে সাঙ্গাকারা, গিলক্রিস্ট ও মার্ক বাউচার৷ সেরা চারের মধ্য আবার সর্বাধিক স্টাম্পিংয়ের নজির রয়েছে ধোনির দখলে(১০৬টি স্টাম্পিং)৷ কিপার হিসেবে মাহির এই সাফল্য দেখেই ধোনির কিপিং নিয়ে রিসার্চ হওয়া উচিত বলছেন ভারতের ফিল্ডিং কোচ শ্রীধর৷

ধোনির রিফ্লেক্সের প্রশংসা করে শ্রীধর আরও জানিয়েছেন, ‘মাহির গ্লাভস ওয়ার্ক দারুণ৷ ওর রিফ্লেক্স ভাল বলেই এতগুলো উইকেট নিতে পেরেছে৷ মাহির নিজেস্ব উইকেট কিপিং স্টাইল রয়েছে৷’ সেই স্টাইলকে ‘দ্য মাহি ওয়ে’ বলে ব্যাখা করেছেন শ্রীধর৷ সঙ্গে মাহির উইকেট কিপিং নিয়ে গবেষণা হলে সেই গবেষণাপত্রের কী নাম হওয়া উচিত, সেটাও জানিয়ে দিয়েছেন ভারতের ফিল্ডিং কোচ৷ শ্রীধরের মতে ধোনির স্পেশ্যাল উইকেটকিপিং টেকনিক নিয়ে গবেষণা হলে সেই থিসিস পেপারের নাম হওয়া উচিত ‘দ্য মাহি ওয়ে’।

সম্পর্কিত খবর

    উল্লেখ্য সীমিত ওভারের ক্রিকেটে মাহির কিছু আউট করার দৃশ্য ইউটিউবে আজও জনপ্রিয়৷ ২০১৬ সালে নিউজিল্যান্ডের রস টেলরকে আউট করার দৃশ্য মাহি অনুরাগীদরে কাছে দারুণ হিট৷ রাঁচির সেই ওয়ান ডে ম্যাচে ফিল্ডারের থেকে বল রিসিভ করে উইকেটের দিকে না তাকিয়ে টেলরকে রান আউট করেন মাহি৷ এছাড়া বিদ্যুৎ গতিতে স্টাম্পিং, উইকেটের পিছনে ধোনির দারুণ সব ক্যাচ এখনও সোশ্যাল মিডিয়ায় ভাইরালের শীর্ষে থাকে৷

    ভিডিও দেখতে ক্লিক করুণ

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close