• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দুদক চেয়ারম্যানের কথায় আমরা আশাবাদী

প্রকাশ:  ১৭ অক্টোবর ২০১৮, ০৯:১৪
মিজান মালিক

সদ্য প্রণীত ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পথ বন্ধ করে দিয়েছে বলে সংবাদকর্মীদের অভিযোগের মধ্যে সাংবাদিকদের কাছে অনুসন্ধানী প্রতিবেদন চাইলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

তিনি বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা ছাড়া দুদক টিকবে না। আপনারা অনুসন্ধান করবেন। আপনাদের কোনো ভয় নেই। নির্ভয়ে আপনারা অনুসন্ধানী সাংবাদিকতা করবেন। দুদকের প্রাতিষ্ঠানিক বিষয় নিয়েও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করলে দুদক এসব সংবাদকে স্বাগত জানাবে।

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) ও দুদক বিটের সাংবাদিকদের সংগঠন রিপোটার্স এ্যাগেইনেস্ট করাপশন-র‌্যাক এর আয়োজনে তিনদিনব্যাপী অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী দিনে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার (১৬ অক্টোবর) তিনি এসব কথা বলেন।

ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু ধারা নিয়ে সাংবাদিকরা যখন তাদের উদ্বেগের কথা জানিয়ে আসছিলেন, সম্পাদক পরিষদ রাস্তায় দাড়িয়ে মানববন্ধন করেছেন, আইনে সংশোধনী আনার দাবি করে আসছেন, এই পর্যায়ে দুদক চেয়ারম্যানের কথায় আমরা আশাবাদী হতে চাই। ধন্যবাদ পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর ভাইকে। দুদক বিটের সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতায় তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহনের সুযোগ করে দেবার জন্য। ধন্যবাদ র‌্যাকের বর্তমান কমিটির সকল নির্বাহী সদস্যকে। অভিনন্দন সনদপ্রাপ্ত সব রিপোর্টারদের।

লেখক: স্পেশাল করেসপনডেন্ট, দৈনিক যুগান্তর

(লেখকের ফেসবুক স্ট্যাটাস)

দুদক,ডিজিটাল নিরাপত্তা আইন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close