• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দ্রুত বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

প্রকাশ:  ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৩ | আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৮, ২০:৩৭
কুড়িগ্রাম প্রতিনিধি

উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলাসহ সবকটি নদ-নদীর পানি দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়ে পড়ছে নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, গত ১২ ঘন্টায় ধরলা নদীর পানি সেতু পয়েন্টে ৯৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার সামান্য নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে ৪৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্রের পানি নুনখাওয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার ও চিলমারী পয়েন্টে ১৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধি অব্যাহত থাকলে তলিয়ে যাবে নিম্নাঞ্চলের ঘর-বাড়ি, রাস্তা-ঘাটসহ আবাদী জমির ফসল।

এদিকে ভারত থেকে পাঠানো বন্যার সতর্ক বার্তায় কিছুটা আতঙ্কিত হয়ে পড়েছে কুড়িগ্রাম জেলার ভিতর দিয়ে প্রবাহিত নদ-নদীর অববাহিকায় বসবাসকারী মানুষজন।

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ের ফারাজীপাড়া গ্রামের আবেদ আলী জানান, সোমবার সন্ধা থেকে ব্রহ্মপুত্রের পানি বাড়তে শুরু করেছে। শুনেছি ভারত থেকে পানি আসছে। এই নিয়ে কিছুটা দুঃচিন্তায় আছি।

তবে পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো: রফিকুল ইসলাম জানান, উজানে ভারতের জলপাই গুড়িতে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও বড় ধরনের কোন বন্যার আশঙ্কা নেই।

ওএফ

বন্যা,নদ-নদী
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close