• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সরাসরি অডিও সম্প্রচার করা যাবে টুইটারে

প্রকাশ:  ১০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৪
পূর্বপশ্চিম ডেস্ক

মাইক্রোব্লগিং সাইট টুইটার এনেছে নতুন ফিচার। এখন সরাসরি অডিও সম্প্রচার করা যাবে টুইটারে। এর মাধ্যমে ফলোয়াররা শুধু কণ্ঠ শুনতে পাবেন কিন্তু তাকে দেখতে পাবেন না। শুক্রবার (৭ সেপ্টেম্বর) ঘোষণা করা এ ফিচার বর্তমানে সব আইওএস ব্যবহারকারী তাদের মূল টুইটার অ্যাপ আর টুইটারের সরাসরি সম্প্রচার অ্যাপ পেরিস্কোপে ব্যবহার করতে পারছেন, বলা হয়েছে প্রযুক্তি সাইট ভার্জ-এর প্রতিবেদনে।

নতুন এ ফিচার ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের তাদের অ্যাপটি আপডেট করতে হবে ও ‘গো লাইভ’ অপশনে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

যদিও টুইটারে লাইভ এই প্রথম নয়। এর আগে ২০১৬ সালে ভিডিও লাইভ সুবিধা চালু করে মাইক্রো ব্লগিং এই সাইটটি। এ ছাড়া টুইটারে নতুন আরও কিছু ফিচার যোগ হতে যাচ্ছে সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আসন্ন ফিচারের মধ্য দিয়ে ফলোয়ারকে অনলাইনে দেখতে পাওয়া যাবে।

/এসএফ

টুইটার,অডিও সম্প্রচার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close