• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কোরবানির পশু জবাই করতে পারবেন কি নারীরা?

প্রকাশ:  ১৭ আগস্ট ২০১৮, ১৬:০৩
পূর্বপশ্চিম ডেস্ক

প্রশ্ন উঠেছে সাধারণ পশু বা কোরবানির পশু কেবল পুরুষরাই জবাই করবেন। নারীরা পশু জবাই করতে পারবেন না। এক্ষেত্রে শরীয়তের বিধান কি?

উত্তরে বলা হয়েছে শরীয়তের বিধান অনুযায়ী ইসলামী শরীয়তের মূলনীতি হলো যেকোনো বিধানের ক্ষেত্রে নারী ও পুরুষকে সমান বিবেচনা করা; কোনো প্রকার পার্থক্য বা বৈষম্য না করা। যদি কোনো বিধানের ক্ষেত্রে বিশেষ দলিল পাওয়া যায় তা-ই কেবল বিবেচ্য। আমাদের আলোচ্য বিষয় এমন এক বিধান যেখানে নারী-পুরুষ সমান।

এমন কোনো দলিল আমাদের জানা নেই, যার আলোকে বলা যায় যে, জবাই শুধু পুরুষরাই করবেন; নারীরা পারবেন না।

সুতরাং নারী ও পুরুষ উভয়ের জবাই করা জন্তুই খাওয়া বৈধ। নারীর জবাই করা প্রাণীর গোশত ভক্ষণ সম্পূর্ণ হালাল। এতে কোনো অকল্যাণ নেই।

উত্তর দিয়েছেন সৌদি আরবের তিন প্রখ্যাত মুফতি শায়খ আব্দুল্লাহ বিন গাদয়ান, শায়খ ইবরাহীম বিন মুহাম্মদ আল শেখ ও শায়খ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায।

/এসএফ

ঈদুল আজহা,কোরবানির পশু
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close