• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘সিগারেট’ কিনে না দেয়ায় শিক্ষার্থীকে পিটালো ছাত্রলীগ নেতা

প্রকাশ:  ১২ আগস্ট ২০১৮, ১২:২০ | আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১২:২২
রাবি প্রতিনিধি

‘সিগারেট’ কিনে এনে না দেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (১১ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলে এ ঘটনা ঘটে। তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতা।

মারধরের শিকার শিক্ষার্থী রাজেশ মাহাতো বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। সে হবিবুর রহমান হলের আবাসিক ছাত্র। অভিযুক্ত মোস্তাকিম পাভেল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক ও ভুক্তভোগী রাজেশ মাহাতো অভিযোগ করেন, আমি হলের চতুর্থ তলায় থাকি। রান্নার সময় পানি ফেলতে গিয়ে ভুলবশত তা দ্বিতীয় তলার একজনের গায়ে পড়ে। সে আমাকে ডেকে উত্তেজিত হয়ে নানা কথাবার্তা বলে। পরে মোস্তাকিম পাভেল, অনিক ও রিফাত আমাকে ডেকে এক প্যাকেট সিগারেট কিনে এনে দিতে বলে। দোকানে গিয়েও আমার কাছে পর্যাপ্ত টাকা না থাকায় ফিরে আসি। তখন হলের ২৪১ নম্বর কক্ষে ডেকে নিয়ে তারা আমাকে মারধর করে।

জানতে চাইলে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোস্তাকিম পাভেল বলেন, তাকে সিগারেট কিনে আনতে বলা হয়নি। এটা মিথ্যা। পানি ফেলা নিয়ে দুই শিক্ষার্থীদের মধ্যে দ্বন্দ্ব দেখে তাদের দু’জনকে ডেকে চড়-থাপ্পড় দিয়ে মীমাংসা করে দিয়েছি বলে দাবি করেন তিনি।

ওএফ

ছাত্রলীগ,রাবি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close