• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘গরিবের সত্যিকার সেবা করতে তো দেখলাম না’

প্রকাশ:  ১৯ জুলাই ২০১৮, ০৯:৪৮
তসলিমা নাসরিন

স্টেটসম্যান একটা সম্পাদকীয় ছাপাইছে আজকে। কী কইতে চায় বুঝি নাই। আমি 'কন্ত্রোভারচিয়াল', সুতরাং আমি খারাপ? মাদার তেরেসাকে সবাই ভালো বলে, সুতরাং মাদার তেরেসা মহান? কী কইতে চায়, আমার কোনও অধিকার নাই মাদার ভুল ত্রুটি করলে সেইটা নিয়া বলার? কী কইতে চায়, মাদার ভুল ত্রুটি করতে পারেন না? কারণ মাদার সেইন্ট? স্টেটসম্যান সেইন্ট মেইন্টে বিশ্বাস করে? মাদারের অলৌকিক ক্ষমতা ছিল? অলৌকিকের দরকার ছিল না, লৌকিক ক্ষমতা দিয়া গরিবদের জন্য একটা যদি হাসপাতাল বানাইয়া যাইতেন মাদার!

গরিবদের তো যীশুর দেওয়া রোগে ভুগতে বলেছেন, ডাক্তার মাক্তার ডাকেন নাই। এতে নাকি গরিবদের পূণ্য হবে। নিজের অসুখ তো সারাইছেন আমেরিকার হাসপাতালে। কোটি কোটি টাকা দান নিছেন ক্রিমিনালদের কাছ থেকে। অত টাকা দিয়া নিজের নামে দেশে দেশে কনভেন্ট বানাইছেন, যীশুর সেবা করেছেন। নিজের বেহেস্ত নিশ্চিন্ত করেছেন। গরিবের সত্যিকার সেবা করতে তো দেখলাম না। না এইটা বলা যাবে না, বললে আমি খারাপ, আমার উদ্দেশ্য খারাপ।

(ফেসবুক থেকে সংগৃহীত)

/এসএম

তসলিমা নাসরিন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close