• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

পাঁচ বার পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় লাইভে এসে আত্মহত্যা

প্রকাশ:  ১২ জুলাই ২০১৮, ১৭:১৭ | আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৭:২৬
আর্ন্তজাতিক ডেস্ক

সেনাবাহিনীতে নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েও পাঁচবার উত্তীর্ণ হতে না পেরে দুঃখে আত্মহত্যাকরলেন ভারতের আগ্রার থাকা মুন্না কুমার (২৪) নামে এক যুবক।

বুধবার (১১ জুলাই) দুপুরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন তিনি। এদিকে ফেসবুক লাইভে আত্মহত্যার ঘটনাটি ২ হাজার ৭৫০ জন দেখছিলেন। তবে কেউই যুবকটিকে আত্মহত্যায় বাধা দেওয়ার চেষ্টা করেননি বা পুলিশকে খবর দেয়নি। চুপচাপ যেন দৃশ্যটি উপভোগ করছিলেন সবাই!

ভারতের একটি গনমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, লাইভে আত্মহত্যা করার আগে বুধবার সকালে তিনি প্রথমে ফেসবুকে ১ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। তাতে ছিল তার যাবতীয় স্বীকারোক্তি। এর পর ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেন তিনি।

মৃত্যুর সময় ছয় পাতার একটি ‘সুইসাইড নোট’ও রেখে গেছেন মুন্না। সেই নোটেই তিনি জানান, সেনাবাহিনীর প্রবেশিকা পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় বাবা-মায়ের আশা পূরণ করতে পারেননি মুন্না। তাই নিজেকে দোষী সাব্যস্ত করে আত্মহত্যা করলেন তিনি।

মুন্নার ছোট ভাই বিকাশ বলেন, ‘আত্মহত্যার কয়েক ঘণ্টা আগেও মুন্না স্বাভাবিক ছিল। আমরা একসঙ্গে রাতের খাবারও খেলাম। ও যে আত্মহত্যা করবে, তা পরিবারের কেউই বুঝতে পারেনি। সূত্র-টাইমস অব ইন্ডিয়া।

/এসএফ

সেনাবাহিনী,আত্নহত্যা,ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close